

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল বিশ্ববিদ্যালয়েরে (ববি) সাতজন শিক্ষার্থী তিন দফা দাবিতে অনশনে বসেছেন। তাদের দাবিগুলো হচ্ছে অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসন।
অনশনরত শিক্ষার্থীদের তাদের সিদ্ধান্ত থেকে না সরাতে পেরে নিজেও সমর্থন জানিয়ে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাত কাটিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বের) রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে অনশনে শুরু করে। শুক্রবারও তাদের অনশন চলমান রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ক্যাস্পাসের পরিধি বারাতে জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরশনের দাবিতে তারা আন্দোলন চালয়ে আসছিলেন। এ কারণে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধও করে। কিন্তু কর্তৃপক্ষের টনক না নড়ায় তারা অনশন কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলে জানায় শিক্ষার্থীরা।
ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম জানান, অভিভাবক হিসেবে তিনি রাতে শিক্ষার্থীদের পাশে ছিলেন। শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। পরিবহন সমস্যার সমাধানে ইতোমধ্যে একটি বাস দেওয়া হয়েছে। বাকি বিষয়গুলোও বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
