শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ছাত্রদল নেতার অশালীন মন্তব্যে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ এএম
ছাত্রদল নেতার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন ওই হলের ছাত্রীরা
expand
ছাত্রদল নেতার স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন ওই হলের ছাত্রীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলের নারী শিক্ষার্থীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। তারা ওই নেতার স্থায়ী বহিষ্কার ও ক্ষমা প্রার্থনার দাবিতে বিক্ষোভ করেন।

অভিযোগ বলা হয়েছে, ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলন (সহ-সভাপতি, শাহ মখদুম হল শাখা) সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত ১১টার পর হলে ফেরা ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করেন।

বিষয়টি প্রকাশ্যে আসতেই বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে জুলাই ৩৬ হলের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।

বিক্ষোভ থেকে তারা তিন দফা দাবি জানায়—১. আনিসুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। ২. তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৩. সাইবার বুলিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেল গঠন এবং অশ্লীল মন্তব্যকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠার পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল একটি বিজ্ঞপ্তি দিয়ে আনিসুর রহমানের পদ সাময়িকভাবে স্থগিত করেছে। একইসঙ্গে অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে।

সংগঠনের সভাপতি সুলতান আহমেদ রাহী জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও শাস্তির সুপারিশ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ছাত্রনেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় প্যারিস রোডে নারী শিক্ষার্থীরা একত্রে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। একই সময়ে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন এবং ‘সোচ্চার’ সংগঠনও পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।

উল্লেখ্য, এর আগে রাত ১১টার পর হলে ফেরা ৯১ শিক্ষার্থীকে হল প্রাধ্যক্ষ অফিসে ডেকে পাঠিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশের কপি ফেসবুকে ছড়িয়ে পড়লে ওই পোস্টে অবমাননাকর মন্তব্য করেন আনিসুর রহমান, যা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন