

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশব্যাপী সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ।
রবিবার (২৮ সেপ্টেম্বর ) বিকাল ৩ টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিক দাবি উপস্থাপন করে। সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সামগ্রিক বিষয়গুলো উপস্থাপন করেন ডাকসু নেতৃবৃন্দ
এ সময় নিরাপদ ও সফলভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং পূজামণ্ডপগুলোকে সম্পূর্ণ নিরাপদ রাখতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়াও ঝুঁকিপূর্ণ জেলায় বিশেষ নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপ ভাঙচুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে পূজামণ্ডপ ভাঙচুরের অভিযোগ উঠায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
পূর্বে প্রতিমা ভাঙচুরসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় ডাকসু উদ্বেগ প্রকাশ করে। দ্রুত বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যেই একাধিক মিটিং হয়েছে এবং চলমান রয়েছে। তারা সর্বাত্মক আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ, ঐতিহ্যের ধারাবাহিকতায় এ সম্প্রীতি গড়ে উঠেছে। জুলাই বিপ্লবের পর বিশ্ব দরবারে নতুন দৃষ্টান্ত স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে এই সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত অক্ষুণ্ন রাখার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে জিএস এস এম ফরহাদ বলেন, জিএস এস এম ফরহাদ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পূজার নিরাপত্তা নিয়ে বিভিন্ন কনসার্ন জানিয়েছি। গতকাল জগন্নাথ হল, শিববাড়ি মন্দির ও ঢাকেশ্বরী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ পূজার জন্য সুপারিশসমূহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম গুরুতর তোফাজল হত্যাকাণ্ড ও সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রকৃত তথ্য ও প্রতিবেদন শিগগিরই প্রকাশের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
