শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:০২ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে' বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা মিলে কুপিয়ে হত্যা করায় বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বটতলা এলাকা প্রদক্ষিণ করে রফিক-জব্বার মোড়ে গিয়ে পুনরায় বটতলা এলাকায় ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। 'ছাত্রশিবির দিচ্ছে ডাক, চাঁদাবাজি নিপাত যাক,‎ 'নির্বাচন কমিশন, বন্ধ করো প্রহসন,‎ 'তারেক জিয়ার অনেক গুণ, ‎নির্বাচনে মানুষ খুন,‎ 'বিএনপি মানুষ মারে,‎ নির্বাচন কমিশন কি করে, ‎'চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না,‎ 'বিএনপি খুন করে,‎ ইন্টেরিম কি করে,‎ 'বিএনপি'র সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান,‎ 'হোয়াট ইস ইউর প্ল্যান, ‎মার্ডার মার্ডার,‎ 'হোয়াট is your plan, চাঁদাবাজি চাঁদাবাজি,‎ 'বিএনপি'র অনেকগুণ,‎ চাঁদাবাজি মানুষ খুন'।

চাকসুর জিএস সায়েদ বিন হাবিব বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে রাজনীতির একটি আমুল পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু এখন আমরা দেখছি পুরাতন ফ্যাসীবাদের বিদায়ের পর নতুন এক ফ্যাসীবাদি শক্তির আবির্ভাব হয়েছে।

শুরুতেই তারা ছাত্রসংসদ নির্বাচনগুলো বানচালের চেষ্টা করেছিল। নিজেরা এখন পর্যন্ত চাদাবাজির দখল নিয়ে মারামারি করে দুই শতাধিক মানুষ খুন করেছে। গত কয়েকদিনে অন্তত ২৫ জায়গায় আমাদের মায়েদের বোনেদের ওপর আঘাত করেছে, কুপিয়েছে, পর্দা খুলে ফেলেছে। আমরা হুশিয়ারী করে বলে দিতে চাই, এভাবে চলতে থাকলে হাসিনার মত তোমাদের পালানোর জায়গা থাকবেনা"

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, আমরা বলেছিলাম জুলাইয়ের পর নতুন রাজনীতি তৈরি করবো। কিন্তু আপনারা সেই পুরাতন পেশিশক্তির রাজনীতি থেকে বের হতে পারেননি। সময় থাকতে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন, নয়তো জনগণ আপনাদেরকেও হাসিনার মতো লাল কার্ড দেখাবে।

ইন্টেরিমকে বলতে চাই, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে এই হত্যার বিচার করতে হবে, নয়তো কিভাবে বিচার আদায় করতে হয় আমরা জানি।

জাবি শিবিরের সেক্রেটারি ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, আফসোস হয় আমাদের জুলাই শহিদদের প্রতি, যারা অকাতরে জীবন দিয়ে স্বাধীনতা এনে দেওয়ার পরও এমন দুর্ভাগা দেশ আমাদের দেখতে হচ্ছে। আমরা বলেছিলাম, ফ্যাসিবাদ নির্মূলের পর আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করবো, যেখানে চাঁদাবাজি, খুন, সন্ত্রাস, নারী নিপীড়ন থাকবেনা।

কিন্তু একটি দল সেই স্পিরিট ভুলে পুরাতন বস্তাপচা রাজনৈতিক ধারায় চলতে চায়। তারা মানুষের ওপর, মানুষের ম্যাণ্ডেটের ওপর আস্থা রাখতে পারছে না। জনম্যান্ডেটের আস্থা হারিয়ে এই সন্ত্রাসী বাহিনী সারাদেশে মা বোনদের ওপর হামলা করেছে, নেকাব খুলেছে, কুপিয়ে হত্যাচেষ্টা করেছে।

রাজনীতির এমন পুরোনো ধারায় চলতে থাকলে আগামী নির্বাচনে জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, সময় থাকতে নতুন রাজনীতিতে অভ্যস্ত হোন, মানুষ পুরোনো রাজনীতি চায়না। আজ বিএনপি কর্তৃক জামায়াত নেতা হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও অতিসত্বর বিচার দাবি করছি।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X