

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, "জুলাই বিপ্লব হয়েছে গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। আমরা আশা করি নতুন ধারার রাজনীতিতে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে।যারা ছাত্রদেরকে ভয় পাচ্ছেন তারা আগামীতে কিভাবে দেশ চালাবেন? ছাত্রসংসদ গুলোতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিজয় হয়নি,গণতন্ত্রের বিজয় হয়েছে।"
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ ওসমান হাদী হল (প্রস্তাবিত) অডিটরিয়ামে ডাকসু এবং কাস্ট (CAST- Centre for Advanced Studies and Thoughts)-এর যৌথ আয়োজনে"গণমানুষের ভাবনায় আগামী নির্বাচনের ইশতেহার" শীর্ষক এক সেমিনারে বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন।
তিনি বলেন" আমরা আশা করি দেশের রাজনৈতিক দল গুলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে ইশতেহার দিবেন।গত ৫৪ বছরে বাংলাদেশে যে সংকট গুলো তৈরি হয়েছে আমরা তার সুষ্ঠু সমাধান চাই। বর্তমান বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ভারতের সাপ্লিমেন্ট এই শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের মুক্তি নাই।
আগামী জাতীয় নির্বাচনে হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করতে হবে আর যারা এর বিরুদ্ধে অবস্থান নেবে তরুণ প্রজন্ম আপামর জনতাকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিবে।
সেমিনারে CAST- এর চেয়ারম্যান আব্দুর রউফ বলেন,"ইশতেহার হলো জনগণের অধিকার,জনগণের সাথে অঙ্গীকারবদ্ধ হওয়া, যে অঙ্গীকার পূরণ করা সম্ভব নয় সেরকম প্রতারণামূলক কোনো অঙ্গীকার ইশতেহারে থাকবে না।ইশতেহারের মধ্যে জনগণের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে।
(অব:) কর্নেল আশরাফ আল দীন বলেন,"সুশিক্ষা বিস্তৃত হোক আমাদের নিরাপত্তা নিশ্চিত হোক এটা যারা চায়না তারা দেশের শত্রু।সবার জন্য শিক্ষা এবং কোয়ালিটি ফুল শিক্ষার ব্যবস্থা করতে হবে।
গণভোটে হ্যাঁ দেওয়া তো আমাদের নৈতিক দায়িত্ব, হ্যাঁ না দিলে তো ৫ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের অস্তিত্বই থাকে না।বিগত দিনে ইশতেহার ছিলো শুধু ভোট পাওয়ার কৌশল মাত্র।
তিনি বলেন,পূর্ববর্তী সময়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ গণমানুষের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করে পশ্চিমাবিশ্বের কাছে জঙ্গি নাটক সাজিয়ে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করেছে একটি রাজনৈতিক দল।
মন্তব্য করুন
