সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন বন্ধের হীন প্রচেষ্টা ফ্যাসিবাদী চরিত্রেরই অংশ: জকসু জিএস 

জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম
জকসু সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ
expand
জকসু সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন বন্ধের এই হীন প্রচেষ্টা ফ্যাসিবাদী চরিত্রেরই অংশ বলে মন্তব্য করেছেন ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ।

সোমবার ( ১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "৫ আগস্টের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে, সর্বোপরি সারাদেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল, তা পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনকেই কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছাত্রদল।

সর্বশেষ শাকসু নির্বাচন বন্ধের পায়তারা করেছে তারা। গতকাল নির্বাচন কমিশন ঘেরাও, আজ শাকসু বন্ধের রিট। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা ভয় পায়, তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকেও ভয় পায়। নিজেদের ব্যর্থতা তারা ছাত্র সংসদ নির্বাচনগুলো ভণ্ডুল করার মাধ্যমে ঢাকতে চায়।

আমাদের দাবি স্পষ্ট—শাকসু সংসদ নির্বাচন সময়মতোই হতেই হবে। কোনো দলের আজ্ঞাবহ হয়ে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র শিক্ষার্থীরা মেনে নেবে না। নির্বাচনকে বন্ধ করার ওই হীন প্রচেষ্টা ফ্যাসিবাদী চরিত্রেরই অংশ। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জবাব শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমেই দেবে, ইনশাআল্লাহ।"

উলেখ্য, দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় শাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে ১৮ জানুয়ারি (সোমবার) নির্বাচন স্থগিত চেয়ে একটি রিট আবেদন করা হয়।

সেই প্রেক্ষিতে সোমবার (১৯ জানুয়িারি) হাইকোর্ট এই নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ইতোমধ্যে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলও করেছেন সাদ্দাম হোসেন নামে বিশ্ববিদ্যালয় পক্ষের এক আইনজীবী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X