রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসুতে ছাত্রদলের জরুরী সংবাদ সম্মেলন

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম
ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেল একাংশ। 
expand
ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেল একাংশ। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জরুরী সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেল একাংশ।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় প্যানেলটির ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘শাকসু নিয়ে আমাদের আকাঙ্খা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা চাই শাকসু ২০ তারিখেই হোক। আমরা ২০তারিখে শাকসু আদায় করে ছাড়ব।’

এদিকে রবিবার(১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ(শাকসু) নির্বাচনের অনুমতি দিয়ে ইসির প্রজ্ঞাপনকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে প্রত্যাহার এর দাবিতে আন্দোলন করছে ছাত্রদল।

শাকসু স্থগিতের দাবিতে ছাত্রদলের এই অবস্থান কর্মসূচির প্রতিবাদে দুপুরে শাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X