

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন, ‘ব্রেইন ড্রেইন হওয়াটা ব্রেইন ড্যামেজ হওয়ার থেকে উত্তম। কেননা এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিদেশে মেধাচর্চা করে তা দেশের কল্যাণে কাজে লাগাতে পারবে।’
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকালে নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত স্মার্ট ন্যানোম্যাটেরিয়ালস বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অনুষ্ঠিত সেমিনারের শিরোনাম ছিল— ‘Smart Nanomaterials: Where Medicine, Energy, Material Science & AI Converge’।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের কোপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজির ন্যাচারাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে শিক্ষা ও গবেষণায় প্রো-অ্যাক্টিভনেস এবং নেটওয়ার্কিং বজায় রাখা গেলে ন্যানোম্যাটেরিয়ালসের মতো আধুনিক প্রযুক্তি আয়ত্ত করা সম্ভব। তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাঁদের দেশে এনে যথোপযুক্ত সম্মান ও সুযোগ দেওয়ার মাধ্যমে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান প্রশাসন গবেষণার পরিমাণ ও মান বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
কি-নোট স্পিকার অধ্যাপক ড. জামাল উদ্দিন স্মার্ট ন্যানোম্যাটেরিয়ালস বিষয়ে তাঁর গবেষণা ও অভিজ্ঞতার আলোকে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং এ ধরনের যুগোপযোগী সেমিনারে আমন্ত্রণ জানানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেমিনারে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
