রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ, ক্যাম্পাসে প্রার্থীদের প্রচারণা

নাদির আহমেদ, শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
ক্যাম্পাসে প্রার্থীদের প্রচারণা
expand
ক্যাম্পাসে প্রার্থীদের প্রচারণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের অনুমতি দিয়ে ইসির প্রজ্ঞাপনকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে প্রত্যাহার এর দাবিতে আন্দোলন করছে ছাত্রদল। এদিকে ক্যাম্পাসে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই অবস্থান ও ঘেরাও কর্মসূচি শুরু হয়।

‎বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কমিশনের সামনে তিনটি প্রধান দাবি ও অভিযোগ তুলে ধরেন। ‎ছাত্রদলের তিন দফা দাবির ৩য় দফা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কমিশনের ‘বিতর্কিত’ প্রজ্ঞাপন প্রত্যাহার করা

এদিকে ক্যাম্পাসে নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

এ বিষয়ে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল প্যানেলের এজিএস পদপ্রার্থী জহিরুল ইসলাম বলেন, 'সেন্ট্রাল থেকে আমাদের কিছু বলা হয়নি, তাই আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X