

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে দোকানের শিশু স্টাফকে মারধরের অভিযোগ উঠেছে হলের এক কর্মচারীর বিরুদ্ধে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় হলের ক্যান্টিন সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, মো. শামীম নামের এক দোকানির দোকানে এক শিক্ষার্থী ৫০০ টাকার নোট দেন। ভাঙতি না থাকায় ওই টাকা ভাঙানোর জন্য দোকানে কর্মরত শিশু স্টাফ শিপনকে হলের গেটম্যান বোরহান উদ্দীনের কাছে পাঠানো হয়।
অভিযোগ অনুযায়ী, বোরহান ভাঙতি দেওয়ার আগে চা খাওয়ানোর শর্ত দেন। বিষয়টি জানাতে শিশু স্টাফটি আবার দোকানদার শামীমের কাছে ফিরে গেলে তিনি জানান, শিক্ষার্থী টাকার জন্য অপেক্ষা করছেন, তাই ভাঙতি দিয়ে দিতে এবং পরে চা এনে দেওয়া হবে।
এ কথা বলার পরও বোরহান ভাঙতি দিতে অস্বীকৃতি জানান। পরে শিশু স্টাফটি দোকানে ফিরে এলে বোরহান তার পিছু নিয়ে এসে শামীমের দোকানের সামনে শিশুটিকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটিকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে মো. রঞ্জু মিয়া নামে এক শিক্ষার্থী বলেন, “অধিকাংশ হলের ক্যান্টিন বা দোকানগুলোতে শিশুশ্রম দেখা যাচ্ছে।
এতে একদিকে শিশুদের মৌলিক অধিকার নষ্ট হচ্ছে, অন্যদিকে দোকান মালিকরা কম টাকায় শিশুদের দিয়ে কাজ করিয়ে নিজেদের ফায়দা হাসিল করছে। পাশাপাশি সামান্য বিষয়কে কেন্দ্র করে শিশুদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনাও ঘটছে।”
এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানার জন্য বোরহান উদ্দিনের মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সার্বিক বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুল হোসাইন বলেন, ‘আমরা এ বিষয়ে হলের হাউজ টিউটরদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছি। তারা এ ব্যাপারে খোঁজ নিবেন। আগামীকাল আমরা এ বিষয়ে মিটিং করবো।’
তিনি বলেন, ‘যে শিশুকে মারধরের কথা বলা হয়েছে তার চর্মরোগ আছে। এজন্য তার গলায় দাগ দেখা যাচ্ছে। ছবিতে যে দাগ দেখা যাচ্ছে তা মারধরের কারণে হয়নি বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে আমরা জেনেছি।
মন্তব্য করুন
