রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু নির্বাচনে ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ইশতেহার ঘোষণা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১১ এএম
ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী মুহয়ী শারদ
expand
ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী মুহয়ী শারদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ৯ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী মুহয়ী শারদ।

ইশতেহারগুলো হচ্ছে, সুশাসন নিশ্চিত করা, জবাবদিহিমূলক ক্যাম্পাস গঠন, একাডেমিক উন্নয়ন ও গবেষণা বৃদ্ধি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত, অসাম্প্রদায়িক ক্যাম্পাস ও ন্যায় অধিকার প্রতিষ্ঠা করা, ডিজিটাল ও স্মার্ট ক্যাম্পাস সুবিধা প্রদানের নিশ্চয়তা, চিকিৎসা ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান, অবকাঠামো উন্নয়ন এবং যাতায়াত ও জীবনমানের উন্নয়ন সাধন।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি হতে যাচ্ছে শাকসু নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি কেন্দ্রের ১৭৮টি বুথে চলবে ভোটগ্রহণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X