শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

৬১ লাখ টাকার এনএসটি ফেলোশিপ পাচ্ছেন নোবিপ্রবির ১১২ শিক্ষার্থী

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
expand
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এমএস (মাস্টার্স) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বড় সাফল্য এসেছে ২০২৫–২৬ অর্থবছরে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনএসটি) ফেলোশিপে বিশ্ববিদ্যালয়ের মোট ১১২ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এতে তাঁদের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৬১ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে খাদ্য ও কৃষিবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান—এই তিনটি ক্যাটাগরিতে এনএসটি ফেলোশিপ প্রদান করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা তাঁদের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এককালীন ৫৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে নোবিপ্রবির মোট ১৭ জন শিক্ষার্থী ফেলোশিপ অর্জন করেছেন। এর মধ্যে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (FIMS) বিভাগ থেকে সর্বোচ্চ ১৩ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (BMB) বিভাগ থেকে ২ জন এবং ওশানোগ্রাফি ও জুওলজি বিভাগ থেকে ১ জন করে শিক্ষার্থী এই ক্যাটাগরিতে ফেলোশিপ পেয়েছেন।

তিনটি ক্যাটাগরির মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ফেলোশিপ এসেছে। এই ক্যাটাগরিতে নোবিপ্রবির মোট ৬২ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। একক বিভাগ হিসেবে মাইক্রোবায়োলজি বিভাগ থেকে সর্বাধিক ২৪ জন শিক্ষার্থী ফেলোশিপ অর্জন করেছেন। এ ছাড়া ফার্মেসি বিভাগ থেকে ১৬ জন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (BMB) বিভাগ থেকে ১১ জন, জুওলজি বিভাগ থেকে ৪ জন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (BGE) বিভাগ থেকে ৩ জন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (FIMS) ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (FTNS) বিভাগ থেকে ২ জন করে শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে নোবিপ্রবির মোট ৩৩ জন শিক্ষার্থী এনএসটি ফেলোশিপ অর্জন করেছেন। বিভাগভিত্তিক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (CSTE) বিভাগ থেকে ৮ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগ থেকে ৯ জন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ESDM) বিভাগ থেকে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী ফেলোশিপ পেয়েছেন। এ ছাড়া অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ACCE) বিভাগ থেকে ২ জন এবং স্ট্যাটিস্টিকস, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE), ওশানোগ্রাফি ও অ্যাপ্লাইড ম্যাথেমেটিকস বিভাগ থেকে ১ জন করে শিক্ষার্থী এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেলোশিপে আমাদের ১১২ জন শিক্ষার্থীর নির্বাচিত হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি প্রমাণ করে, নোবিপ্রবির শিক্ষার্থীরা গবেষণায় দিন দিন আরও দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিচ্ছে। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবে এবং গবেষণাভিত্তিক উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে।”

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জনের ফলে নোবিপ্রবিতে গবেষণার পরিবেশ আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে এনএসটি ফেলোশিপসহ অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা অনুদানে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X