শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাম্পাসে ভুয়া সাংবাদিক, সতর্ক করলেন সর্ব মিত্র চাকমা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম
সর্ব মিত্র চাকমা
expand
সর্ব মিত্র চাকমা

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে তথাকথিত কিছু সাংবাদিক বা প্রতিবেদকের ঘোরাফেরা বেড়েছে বলে অভিযোগ তুলেছেন সর্ব মিত্র চাকমা।

তিনি বলেছেন, এদের অনেকের কাছেই সাংবাদিকতার জ্ঞান বা প্রয়োজনীয় অভিজ্ঞতা নেই, বরং ব্যক্তিগত স্বার্থে তারা বিভিন্ন শিক্ষার্থীর কাছে গিয়ে তথ্য সংগ্রহের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সর্ব মিত্র চাকমা লেখেন, ‘সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে কিছু তথাকথিত সাংবাদিক বা রিপোর্টার ঘুরে বেড়াচ্ছেন, যাদের না আছে ন্যূনতম সাংবাদিকতার জ্ঞান, না আছে যথাযথ পরিচয়। সম্প্রতি এক নারী শিক্ষার্থী এমন এক ব্যক্তির কাছে সাক্ষাৎকার দেন, দুঃখজনকভাবে তার বক্তব্য বিকৃত করে ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়।

ফলস্বরূপ, তাকে পরিবার-আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছ থেকে অযাচিত সমালোচনার মুখে পড়তে হয়েছে ,যা সম্পূর্ণ অন্যায়।সেই সংবাদ মাধ্যমের পেইজে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করলে সেই ব্যক্তি সাংবাদিক পরিচয় অস্বীকার করেন।

তাই বিনীত অনুরোধ, সাক্ষাৎকার দেয়ার আগে অবশ্যই যাচাই করে নিবেন যার কাছে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি স্বীকৃত কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি কিনা।কাউকে সাক্ষাৎকার দেয়া থেকে নিরুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয়, বরং সকলকে সচেতন করা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন