

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ‘বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানী’র তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষকের নাম উল্লেখিত হয়েছে।
এই তালিকায় স্থান পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।
গত ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’এর একদল গবেষকের নেতৃত্বে প্রস্তুতকৃত এই তালিকাটি বিজ্ঞানীদের গবেষণাপত্রের সাইটেশন (উদ্ধৃতি), এইচ-ইনডেক্স এবং অন্যান্য প্রভাব বিষয়ক সূচকের ভিত্তিতে তৈরি করা হয়। এটি বিশ্বজুড়ে গবেষকদের তাদের গবেষণায় অবদান চিহ্নিত করে এবং এর প্রভাব ও গ্রহণযোগ্যতার একটি আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে স্বীকৃত।
ড. মোঃ মিজানুর রহমান বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তাঁর মৌলিক গবেষণা অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন, অন্যদিকে, ড. মোঃ হাবিবুর রহমান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য গবেষণার জন্য এই সম্মাননা অর্জন করেছেন।
ড. মোঃ হাবিবুর রহমান বলেন, “বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি আমার বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জন্য একটি সম্মানের বিষয়। এটি প্রমাণ করে যে আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশ থেকেও বিশ্বমানের গবেষণা করা সম্ভব। এই স্বীকৃতির জন্য আমি সর্বপ্রথম আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার পরিবার, সহকর্মী, গবেষণা সহযোগী এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
