সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর দেশের জন্য রোল মডেল: যবিপ্রবি উপাচার্য

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
expand
সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর দেশের জন্য রোল মডেল: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়াকে দেশের জন্য একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

যবিপ্রবি সাংবাদিক সমিতির পঞ্চম কার্যনির্বাহী কমিটির কাছ থেকে ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক এটিএম মাহফুজ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়ার হাতে ফাইল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন যবিপ্রবিসাসের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় সংগঠনের সাবেক সভাপতি ওয়াসিম আকরাম ও সাবেক সাধারণ সম্পাদক এটিএম মাহফুজকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, তোমাদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হয়েছে এবং পুরাতন কমিটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব হস্তান্তর করেছে। এখানে কোনো রেশারেশি বা বিশৃঙ্খলা নেই। দেশের সব স্তরে দায়িত্ব হস্তান্তর এভাবেই হওয়া উচিত। এই অনুষ্ঠান দেশের জন্য একটি রোল মডেল।

তিনি আরও বলেন, আমরা যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছি, কেউই দুর্নীতি বা স্বজনপ্রীতির জন্য আসিনি। তারপরও যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে—এটাই একজন সাংবাদিকের দায়িত্ব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন, যবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সজিবুর রহমান, সদ্য বিদায়ী সভাপতি ওয়াসিম আকরাম এবং নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন।

সমাপনী বক্তব্যে যবিপ্রবিসাসের নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন বলেন, আজকের এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নয়; বরং যবিপ্রবি সাংবাদিক সমিতির নৈতিকতা, দায়িত্ববোধ ও সংগ্রামের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে যবিপ্রবিসাস সব সময় সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে অগ্রসর হবে। এ সময় তিনি সবার সহযোগিতাও কামনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, যবিপ্রবিসাসের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর, ২০২৫ যবিপ্রবি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X