সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা ধৈর্য না ধরলে ক্যাম্পাস স্থিতিশীল থাকতো না: ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
ছাত্রদল আয়োজিত বিক্ষোভ
expand
ছাত্রদল আয়োজিত বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং তার সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদল গণতান্ত্রিক মানসিকতা পোষণ করে।

এজন্য মব কালচার দেখেও আমরা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছি। আমরা যদি তাদের মতো নিজ হাতে মব কালচার প্রতিহত করতাম একটি ক্যাম্পাসও স্থিতিশীল থাকতো না। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে দীপু চন্দ্র দাস ও শিশু আয়শা হত্যাকান্ডসহ দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় রাকিব অভিযোগ করে বলেন, গত দেড় বছরের বেশি সময় ধরে একটি বিশেষ গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রপাগান্ডা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে। তিনি বলেন, ময়মনসিংহের ভালুকায় কোনো অপরাধ বা ধর্ম অবমাননার প্রমাণ ছাড়াই এক পোশাক শ্রমিককে প্রকাশ্যে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। একইভাবে সাত বছরের শিশু আয়েশা আক্তারকে দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, যা চরম নিষ্ঠুরতার উদাহরণ। এসব ঘটনা ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় কেউ কল্পনা করেনি। ছাত্রদল সভাপতি বলেন, এসব হত্যাকাণ্ডে একটি বিশেষ গোষ্ঠীর কোনো প্রতিবাদ নেই, বরং তারা ছোট ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ ও প্রপাগান্ডার মাধ্যমে বিএনপিকে দায়ী করছে। উসমান হাদির ওপর হামলার পরপরই বিএনপি ও তার শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, ধর্মের নামে কে ভালো মুসলিম আর কে নয়-এভাবে বিভাজন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।বক্তব্যের শেষে তিনি বিপু চন্দ্র দাস ও আয়শা আক্তার হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে সবাই সবার ধর্ম পালন করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু একদল মব সৃষ্টিকারী হায়না এদেশকে অস্হিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। এর আগে বিক্ষোভ-মিছিল উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা বক্তব্য প্রদান করে। প্রতিবাদ মিছিলে বিক্ষোভাকারীরা 'আয়েশাকে পুড়িয়ে মারে, প্রশাসন কী করে', 'দীপুকে পুড়িয়ে মারে, প্রশাসন কী করে', 'মবসন্ত্রাসের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও'সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X