

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন হল সংসদের প্রতিনিধিরা। তারা হলটির নতুন নাম হিসেবে ‘শহীদ ওসমান হাদি হল’ ব্যবহারের সিদ্ধান্তের কথা জানান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে হলের মূল ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা একটি ব্যানার টানিয়ে এই নামকরণের ঘোষণা দেওয়া হয়।
হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ জানান, নাম পরিবর্তনের দাবিতে হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এতে অধিকাংশ শিক্ষার্থী হলের নতুন নামকরণের পক্ষে সম্মতি জানিয়েছেন। তিনি আরও বলেন, এর আগে দুইবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হলেও তখন তা বাস্তবায়ন হয়নি।
তিনি জানান, এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানানো হবে যেন আগামী সিন্ডিকেট সভার আলোচ্য সূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় এবং হলটির নাম শহীদ শরীফ ওসমান হাদির নামে অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়।
মন্তব্য করুন

