শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদীর মৃত্যুতে উত্তাল শাহবাগ 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:২২ এএম
উত্তাল শাহবাগ 
expand
উত্তাল শাহবাগ 

সন্ত্রাসীদের গুলিতে ফ্যাসিস্ট বিরোধী জুলাইযোদ্ধা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীসহ সর্বস্তরের ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদীর মৃত্যুর খবর শোনার পরপরই বিক্ষোভ নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন তারা। এ ঘটনায় এখন পর্যন্ত সেখানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এ সময় তাদের “আমরা সবাই হাদী হবো–যুগে যুগে লড়ে যাবো, হাদী ভাইয়ের রক্ত–বৃথা যেতে দেবো না, ভারতীয় আগ্রাসন–ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারত যাদের মামার বাড়ি–বাংলা ছাড়ো তাড়াতাড়ি, হাদী ভাই মরলো কেন–প্রশাসন জবাব দে, বিচার বিচার বিচার চাই—হাদী হত্যার বিচার চাই — ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X