

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সমালোচনা ও তুপের মুখে নতুন করে আবার গরু ও খাসির মাংস দিয়ে বিজয় দিবসের ফিস্টের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে এ ফিস্ট আয়োজিত হয়। আগামীকালের মধ্যে সব হলে খাবারের আয়োজন করা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বিজয় দিবস উপলক্ষে শাবিপ্রবির সব শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। অতীতে খাসি-গরুর মাংস সহ অন্যান্য খাবারের আয়োজন থাকলেও এবার শুধু মুরগির রোস্ট ও ঝাল ফ্রাইয়ের আয়োজন করা হলে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে ফিস্ট বয়কট করেন শিক্ষার্থীরা।
পরে আবারও নতুন করে গরু-খাসির মাংস দিয়ে ফিস্ট আয়োজন হবে বলে আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া।
এ বিষয়ে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া জানান, প্রতিটি হলকে স্বতন্ত্রভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। হল প্রশাসন নতুন করে আবার গরু ও খাসির মাংস দিয়ে ফিস্টের আয়োজন করবে।
উল্লেখ্য, প্রশাসনের এমন আশ্বাসের পর শিক্ষার্থীরা রাতে ফিস্ট গ্রহণ করেন।
মন্তব্য করুন
