বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দিবসগুলো আমাদের ঐক্যবদ্ধ করে: ঢাবি উপাচার্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান
expand
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, আমাদেরকে নানা সময় প্রতিকূলতায় পড়তে হয়েছে যদিও এখনও কঠিন সময় পার করছি। তবে বিজয় দিবসের মতো জাতীয় দিবস আমাদের ঐক্যবদ্ধ করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘হীন স্বার্থে পরস্পরকে মুখোমুখি করার চেষ্টা চলছে। আমরা বিভাজন চাই না।’

এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘স্বাধীন ভূখণ্ডে আমাদের প্রত্যাশা ছিল ইনসাফ ভিত্তিক দেশ গড়া। কিন্তু তা সম্ভব হয়নি। বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা, গত ৫৪ বছরে যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তাদের বিচারের আওতায় এনে ইনসাফ কায়েম করা।’

আর ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘বিজয়ের ৫৪ বছর পরও আমরা ইনসাফের বাংলাদেশ করতে পারিনি। আগামীর বাংলাদেশে ইনসাফের দেশ গড়তে আমাদের লড়াই জারি থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X