মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’ ভাইরাল

চবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
expand
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুবদল নেতার স্লোগান ‘শিবির ধর, জবাই কর’ ভাইরাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ‘শিবির ধর, জবাই কর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে হাটহাজারী যুবদলের এক নেতার বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় স্লোগান। এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত ওই নেতা হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম (৪৫)।

সোমবার সন্ধ্যা সাতটার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে এ স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক উপ-উপাচার্যের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন জিএম সাইফুল ইসলাম।

ওই সময় তার নেতৃত্বে ‘শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর-এই স্লোগান একসময় ছাত্রলীগ দিত।

আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর এ ধরনের স্লোগানের পুনরাবৃত্তি আর হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে, ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীরা আবার একই স্লোগান দিচ্ছে।

তিনি আরো বলেন, ছাত্রলীগের সেই নেতাকর্মীদেরই ছাত্রদল-যুবদলের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে।

ভবিষ্যতে ক্যাম্পাস দখলের সন্ত্রাসী কৌশল হিসেবে এই স্লোগান আবার সামনে আনা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X