

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হলে দীর্ঘ তিন বছর পর অবশেষে গ্যাস সংযোগ প্রদান সম্পন্ন হয়েছে।
এর মাধ্যমে শিক্ষার্থীদের রান্না ও খাবারসংক্রান্ত দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে শহীদ তাজউদ্দীন আহমদ হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং নবাব সলিমুল্লাহ হলের গ্যাস সংযোগ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, প্রকল্প অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জাকসুর নেতৃবৃন্দ এবং নতুন তিনটি ছাত্র হল সংসদের নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফিস্টের রান্নার মধ্য দিয়ে তিনটি ছাত্র হল ও তিনটি ছাত্রী হলে আনুষ্ঠানিকভাবে রান্না কার্যক্রম শুরু হবে। এর ফলে অতীতে উচ্চমূল্যে খাবার কিনতে বাধ্য হওয়া এবং নানা দুর্ভোগ থেকে শিক্ষার্থীরা মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, নতুন হলগুলোতে গ্যাস সংযোগ চালু হওয়া শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তির খবর। দীর্ঘদিনের যৌক্তিক দাবির বাস্তবায়ন হওয়ায় আমরা আনন্দিত। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতেও শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণে আরও আন্তরিক ভূমিকা রাখবে।
শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের কমনরুম সেক্রেটারি মো. আরিফ হোসেন বলেন, দীর্ঘ অপেক্ষার পর আমাদের হলে গ্যাস সংযোগ চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে।
এর ফলে ডাইনিং ও ক্যান্টিনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত হবে এবং আবাসিক জীবনের মান আরও উন্নত হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
এছাড়া শিক্ষার্থীরা মনে করছেন, গ্যাস সংযোগ চালুর ফলে আবাসিক জীবনের মান উন্নত হবে, খাবারের মূল্য হ্রাস পাবে এবং খাবার ব্যবস্থাপনায় স্বাভাবিকতা ফিরে আসবে। একইসঙ্গে, এটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেও দেখা হচ্ছে।
মন্তব্য করুন
