

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ই-ইউনিট (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ই-ইউনিটে চারুকলা অনুষদের ৬০টি আসনের বিপরীতে মোট ১ হাজার ২৫১ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৫৮ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাঃ আলপ্তগীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রক্টরিয়াল টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পরীক্ষাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার ফলাফল এবং পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পর্কে তথ্য প্রকাশ করা হবে।
মন্তব্য করুন
