

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশঙ্কাজনকভাবে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদীর সর্বশেষ অবস্থা জানতে হাসপতালে উপস্থিত ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নিতে হাসপতালে জান তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ওসমান হাদীর ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উপাচার্য এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য করুন
