শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফের আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
প্রস্তাবিত ঢাকা বিশ্ববিদ্যালয় কাঠামোর বিরুদ্ধে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
expand
প্রস্তাবিত ঢাকা বিশ্ববিদ্যালয় কাঠামোর বিরুদ্ধে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রস্তাবিত ঢাকা বিশ্ববিদ্যালয় কাঠামোর বিরুদ্ধে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ।

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র কাঠামোর বিরোধিতা করে সাত কলেজের শিক্ষার্থীরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একাংশ শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় গঠন সংক্রান্ত সরকারের পদক্ষেপ ও চলমান কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছেন।

ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা ইউজিসিতে গিয়ে আন্দোলনরত কর্মকর্তাদের ‘সরকারি কর্মচারি আচরণ বিধিমালা’ লঙ্ঘনের অভিযোগ তুলেন এবং তাদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল –শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা। অধ্যাদেশ জারি করো, শিক্ষা সিন্ডিকেট মুক্ত করো। চলবে না চলবে না, শিক্ষা নিয়ে টালবাহনা। সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন।

শিক্ষার্থীদের এই প্রতিবাদ মূলত বিশ্ববিদ্যালয় কাঠামো পরিবর্তন ও শিক্ষকদের আচরণ সংক্রান্ত ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন