

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুদ মুক্ত সমাজ গঠন ও অভাবগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘ইবি কর্জে হাসানা’ প্রকল্প।
শনিবার (৬ ডিসেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে প্রজেক্টটির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইবি কেন্দ্রীয় মসজিদের খতিব শায়খ আশরাফ উদ্দিন খান আজহারী বলেন, আজ ‘করজে হাসানা (Qarz E Hasna)’ প্রজেক্টটি উদ্বোধন করেছি। যার মূল উদ্দেশ্য হচ্ছে, ক্যাম্পাসের শিক্ষার্থীরা অর্থনৈতিক সংকটে পড়লে, তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করা। সহায়তাটি হবে সম্পূর্ণ ইসলামী শরিয়ত অনুযায়ী, সুদ বা কোন ধরনের বিনিময় ছাড়া। অর্থাৎ একজন শিক্ষার্থীর বিভাগের পরিক্ষা ফি, অসুস্থতা এবং নানান ধরনের সমস্যার সমাধানে ঋণ প্রদান করে সহায়তা করা হবে। ‘করজে হাসানা (قرض حسنة)’ শব্দটি পবিত্র কুরআনে এবং হাদিসের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে ‘উত্তম ঋণ’ অর্থে, যেটি সুদের বিকল্প। আমরা উক্ত শব্দের মর্মার্থ বজায় রেখে সকলের সহায়তায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে ইচ্ছুক।
উক্ত প্রজেক্টটির স্বপ্নদ্রষ্টা ইবি শিক্ষার্থী সায়েম হোসেন NPB News কে জানান, ‘করজে হাসানা’র আইডিয়াটা এসেছে পাকিস্তানে পরিচালিত একটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ‘আখুওয়াত ফাউন্ডেশন (Akhuwat Foundation)’ থেকে। আমি ক্যাপিটালিজম ও সোসালিজম এর কম্পারেটিভ পড়াশোনা করতে গিয়ে ‘confessionate economy’ বা সহমর্মিতাপুর্ণ অর্থনীতি টার্মটির সাথে পরিচিত হই। আখুওয়াত ফাউন্ডেশন (Akhuwat Foundation) তাদের করজে হাসানা প্রোগ্রামের মাধ্যমে সুদমুক্ত মাইক্রোফাইন্যান্স (ক্ষুদ্রঋণ) বা ইসলামী মাইক্রোফাইন্যান্স খুব চর্চা করছেন। সেই প্রজেক্ট থেকে অনুপ্রাণিত হয়ে আমার শিক্ষক তুল্য বড় ভাই জনাব সাঈদ মুনতাসীর এর অর্থনৈতিক সহায়তায় এবং লাইট অফ কোরআনের তত্ত্বাবধানে প্রজেক্টটা শুরু করেছি।
তাদের সুদূরপ্রসারী উদ্দেশ্যকে সামনে রেখে বলেন, আমাদের স্বপ্ন এবং উদ্দেশ্য হচ্ছে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদলে একটি সুদ মুক্ত সমাজ গঠন করা, যেখানে পুঁজিবাদী অর্থনীতির ঋণ প্রকল্পের মত কোন সুদ থাকবে না। সাধারণ শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তায় যাতে কোন এনজিও'র সাহায্য না নিতে হয়, আমরা সেই ব্যাবস্থা করবো বলে আশাবাদী।
‘লাইট অফ কুরআন’ এর সহকারী পরিচালক আল- কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহমাদ জাবের বলেন, আমরা ইবি শিক্ষার্থীদের অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি উত্তরণে সম্পূর্ণ পরিচয় গোপন রেখে কোন ধরনের বিনিময় ব্যতীত সহায়তা করব। সেই বিবেচনায় লাইট অফ কুরআনের তত্ত্বাবধানে ‘করজে হাসানা (Qarz E Hasna)’ প্রজেক্টটি চালু করেছি। আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে, আমরা পর্যায়ক্রমে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে উক্ত প্রজেক্টটি চালু করব ইনশা- আল্লাহ।
মন্তব্য করুন
