

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)শিক্ষার্থীদের সাশ্রয়ী,সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার উদ্যোগে 'শহিদ কামরুল ফ্রি মেডিক্যাল ক্যাম্প -২০২৫' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসছি চত্তরে সকাল ৯ টায় শুরু হয় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং শেষ হবে বিকেল ৫ টায়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ, জাকসু ভিপি আবদুর রশিদ জিতু,জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান,নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলাসহ জাকসুর অন্যান্য সদস্য, ইসলামি ছাত্র শিবিরের নেত্রীবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
এসময়ে মাননীয় উপাচার্য কামরুল আহসান বলেন, শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে আমি অত্যন্ত আনন্দিত। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশিত চিকিৎসা সেবা পাচ্ছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি আয়োজন করার জন্য। আমি আওভান জানাবো যাতে অন্যান্য সংগঠনগুলোও যেনো শিক্ষার্থীদের পাশে এভাবে দাঁড়ায়।
ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় অনেক সমস্যায় ভুগে থাকেন কিন্তু দেখা যায় অনেক সময় তাদের ব্যস্ততা, অনীহা অথবা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারনে নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত সেবা নেওয়া হয়ে ওঠেনা। সেই গ্রাফগুলো দূর করার জন্যই আমাদের এই আয়োজন।
চিকিৎসা সেবা নেওয়া জাবি শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, শিবিরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে আমি যে চিকিৎসা নিলাম সেটা বেসরকারি কোনো হাসপাতালে হলে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার টাকা লাগতো কিন্তু আমি এখানে ফ্রিতেই সেটা পেয়েছি। অনেকগুলো ঔষধও তারা আমাকে ফ্রিতে দিয়েছে একন্য শিবিরকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করুন
