

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভুল দিয়ে শুরু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি আবেদন শুরুর তারিখ ৮ ডিসেম্বর ২০২৫ এর পরিবর্তে ৮ ডিসেম্বর ২০২৬ দেওয়া হয়েছে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
গতকাল (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। পরে বুধবার (৩ ডিসেম্বর) ভুল তারিখটি সংশোধন করে কর্তৃপক্ষ।
এর আগে গতকাল মঙ্গলবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশের পর দেখা যায় এমন অসংগতি।এরপর আজ দুপুরের দিকে তা সংশোধন করা হয় বলে জানা যায়।
এদিকে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির এমন ভুল নতুন নয়। এর আগেও ভুলবশত রাত ২টায় শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকে ভর্তি কমিটি।
এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, ‘টেকনিক্যাল টিমের ভুলের কারণে সম্ভবত এটা হয়েছে। সামনে যাতে এ ধরনের ভুল না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখব।’
মন্তব্য করুন
