মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জবি শিবিরের ভিপি-জিএস প্রার্থীকে শোকজ

জবি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
জবি শিবিরের ভিপি-জিএস প্রার্থী
expand
জবি শিবিরের ভিপি-জিএস প্রার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচন ২০২৫–কে ঘিরে বিভিন্ন অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস পদপ্রার্থীকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

গত ১ ডিসেম্বর (সোমবার) জারি করা কমিশনের নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, “জকসু নির্বাচন কমিশন গভীরভাবে লক্ষ্য করছে যে, আপনার সমর্থিত প্যানেলের পক্ষে গত ২৭/১১/২০২৫ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে আপনার প্যানেলের কতিপয় প্রার্থীসহ আরো অনেকে জকসু প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারবৃন্দ ও জবি প্রশাসনের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক, বিভ্রান্তকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। আপনাদের এমন আচরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ ও জকসু নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ সুস্পস্ট লঙ্ঘন করে।”

এছাড়াও নোটিশে তাদের এই আচরণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এবং তাদের আচরণের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের নিকট লিখিতভাবে জবাব দেয়ার নির্দেশ দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X