

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১৩ প্রার্থীর নাম গেজেটে অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা।
শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তের কারণে মেধা ও যোগ্যতার স্বীকৃতি যেন হারিয়ে না যায়-এই দাবিতেই তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধনের আয়োজন করেন আইন বিভাগের শিক্ষার্থীরা।
এসময় আইন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেশাত তাসনিম মৃদুলা বলেন, বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা সম্পূর্ণভাবে যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত।
কিন্তু এবারের গেজেটে অযৌক্তিকভাবে ১৩ জনকে বাদ দেওয়া হয়েছে। আমরা চাই সব বাধা অতিক্রম করে তাদের দ্রুত গেজেটভুক্ত করা হোক।
একই সেশনের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, গত ২৭ নভেম্বর প্রকাশিত ১৭তম বিজেএসের গেজেটে অন্যায়ভাবে ১৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়নি। সংবিধানের ২৭ অনুচ্ছেদে সমান সুযোগের কথা স্পষ্টভাবে বলা আছে। প্রিলি, রিটেন ও ভাইভা সব পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পরও গেজেটে নাম না থাকা অযৌক্তিক। মেধার মূল্যায়ন নিশ্চিত করতেই আমরা এই দাবি জানাচ্ছি।
আরেক শিক্ষার্থী তানজিল আহামেদ তুরাক বলেন, সংবিধানের ২৯ অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান সুযোগের কথা বলা হয়েছে। ইতোমধ্যে হাইকোর্টে ১০২ এর আওতায় রিট করা হয়েছে, আমরা একটি ইতিবাচক রায়ের আশায় আছি।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত ১৭তম বিজেএস-এর গেজেটে সুপারিশপ্রাপ্ত ১৩ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি দেশের বিভিন্ন শিক্ষার্থী ও তরুণ আইনজীবীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
তারা বলছেন, সুপারিশপ্রাপ্তদের বাদ দেওয়া হলে তা মেধা মূল্যায়ন ও স্বচ্ছ নিয়োেগ প্রক্রিয়ার প্রতি আস্থা দুর্বল করবে। এই প্রেক্ষাপটে রাবি আইন বিভাগের শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হয়ে তাদের ন্যায্য নিয়োগ নিশ্চিতের দাবি তুলেছেন।
মন্তব্য করুন
