বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে কিন এর বই মেলা শুরু ১ ডিসেম্বর 

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
expand
শাবিপ্রবিতে কিন এর বই মেলা শুরু ১ ডিসেম্বর 

‘পুস্তকের আলোকধারায় মানবতার উন্মেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর উদ্যোগে ১০ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘কিন বই উৎসব ২০২৫’। আগামী ১ ডিসেম্বর থেকে ১০ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় অনুষ্ঠিত হবে এই উৎসবটি।

বুধবার (২৬ নভেম্বর) সংগঠনটির পক্ষ বিষয়টি জনানো হয়।

‎সংগঠটির পক্ষ থেকে জানানো হয়, এবারের বই উৎসবটি একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি ও সাহিত্য সম্পাদক জাহানারা আরজু’কে উৎসর্গ করা হয়েছে। এই উৎসব থেকে প্রাপ্ত সম্পূর্ণ লভ্যাংশ বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মচারী মোহাম্মদ মনসুরের থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু আবদুল্লাহ এবং হাবিবুল্লাহর চিকিৎসায় ব্যবহার করা হবে।

এ বিষয়ে কিনের সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বই মানুষের ভাবনা ও দৃষ্টিকে সমৃদ্ধ করে, আর মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে। বই উৎসব সেই দুই ধারাকে একত্রে সামনে আনার একটি প্রচেষ্টা। পাঠকের জন্য একটি সুন্দর ও অর্থবহ বইমেলা আয়োজনের পাশাপাশি এই আনন্দকে দু’টি শিশুর চিকিৎসায় সহায়তায় রূপ দিতে পারাই কিন এর সবচেয়ে বড় সাফল্য। পাঠকদের আন্তরিক অংশগ্রহণই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।’

সাধারণ সম্পাদক ফাইয়াজ বলেন, ‘কিন বই উৎসব আমাদের দীর্ঘদিনের একটি বিশ্বাসকে সামনে আনে। জ্ঞানচর্চা ও মানবিকতার পথ একে অন্যকে শক্তি দেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠকের জন্য একটি উন্মুক্ত, আনন্দমুখর বই উৎসব তৈরি করা এবং সেই মাধ্যমে দু’টি শিশুর চিকিৎসায় সহায়তা পৌঁছে দেওয়া। এই দ্বৈত প্রয়াসই আমাদের আয়োজনের মূল সার্থকতা। সবার সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের উদ্যোগকে আরও অর্থবহ করে তোলে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন