

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে গড়ে তুলতে এআই ও ইংলিশ বিষয়ক ওয়ার্কশপ এবং বিজনেস ইনকিউবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আস-সুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষামূলক উদ্যোগ ‘মেধাবী’ (MEDHABI)-এর তত্ত্বাবধানে সকালে প্রথম সেশনে ‘স্কেল আপ ইউর গ্রোথ উইথ এআই ও ইংলিশ’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। একই আয়োজনে দ্বিতীয় সেশনে ‘এআই ও বিজনেস ইনকিউবেশন’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, "আবাসন সংকট জবি শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা হলেও আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্প শিক্ষার্থীদের আবাসন ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
বিশেষ অতিথির বক্তব্যে জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, "হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিল উন্নয়ন এখন সময়ের দাবি। ক্যারিয়ার গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র হল-১ এর প্রভোস্ট ড. মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।
ওয়ার্কশপে এআই টুলসের ব্যবহার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের হেড অব একাডেমিকস মোঃ কামরুল হাসান ও সিনিয়র ইনস্ট্রাক্টর ফরিদ উদ্দিন খান।
দ্বিতীয় সেশনের প্রতিযোগিতায় জবির ৫০টির বেশি দলের মধ্য থেকে নির্বাচিত সেরা ছয়টি দল তাদের এআই-ভিত্তিক ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করেন।
উল্লেখ্য, অনুষ্ঠান সঞ্চালনা করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পের ইনচার্জ মামুনুর রশিদ।
মন্তব্য করুন
