

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ ওসমান হাদি হল (প্রস্তাবিত) অন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ‘টিম মহাশূন্য’। প্রতিযোগিতায় রানার্স আপ হয় আলফা স্কোয়াড।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে শহীদ ওসমান হাদি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় টিম মহাশূন্য ও আলফা স্কোয়াড মুখোমুখি হয়।
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষে বিজয় নিশ্চিত করে টিম মহাশূন্য।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্রীড়া সম্পাদক আরমান হোসেন। তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ ওসমান হাদি হল সংসদের জিএস মুশফিক তাজওয়ার মাহি, বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক জুনায়েদ রহমান জিদান, সাহিত্য সম্পাদক শের শাহ আলী খান এবং কার্যনির্বাহী সদস্য জলিলুর রহমান, রিজভী আহমেদ ও মো. মাইনুদ্দিন।
আয়োজন নিয়ে হল সংসদের বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, নির্বাচিত হওয়ার পর প্রথম আমরা একটা টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করেছি। পরবর্তীতে হলের শিক্ষার্থীদের জন্য আমরা আরো স্পোর্টস ইভেন্ট নামাবো, ইনশাআল্লাহ।
এছাড়াও একই দিনে অনুষ্ঠিত অন্তঃহল টেবিল টেনিস প্রতিযোগিতায় টিম ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় রানার্স আপ হয় টিম ওসমান।
মন্তব্য করুন
