বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
আবু সাদিক কায়েম
expand
আবু সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি আবু সাদিক কায়েমসহ বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ নেতাকে যুক্তরাজ্যের খ্যাতনামা অক্সফোর্ড ইউনিয়ন আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে প্যানেল আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেমিনারের মূল বিষয়- ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত পৃথক আমন্ত্রণপত্রে এই তথ্য জানানো হয়।

আমন্ত্রণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ডাকসুর এজিএস মহিউদ্দিন খান এছাড়াও আরও কয়েকজনের নাম আলোচনায় আছে।

এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, আলাদা আলাদা চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানতে পেরেছি। আমরা যারা আমন্ত্রণ পেয়েছি তারা সবাই বসবো। তারপর জানা যাবে আমন্ত্রিতদের সংখ্যা।

আমন্ত্রণপত্রে অক্সফোর্ড ইউনিয়ন কর্তৃপক্ষ উল্লেখ করেছে- ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ছাত্র-জনতার গণআন্দোলনে আমন্ত্রিতরা প্রভাবশালী নেতৃত্ব দিয়েছেন। তাদের অভিজ্ঞতা আন্তর্জাতিক মহলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সেমিনারে তারা শুধু প্যানেল আলোচনাই করবেন না, বরং অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময়েরও সুযোগ পাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X