

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আওয়ামী লীগের সাবেক এমপি, বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে দুদক সাকিবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই করতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ একাধিক সংস্থার কাছে তথ্য চেয়েছিল।
গত জুনে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে সাকিবসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সেখানে প্রায় ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
নতুন নিয়োগ পাওয়া তদন্ত কর্মকর্তা এবার সেই মামলার পাশাপাশি অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং সম্পর্কিত অভিযোগগুলোও খতিয়ে দেখবেন।
মন্তব্য করুন
