শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের বিরুদ্ধে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিল দুদক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাকিব আল হাসান
expand
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাকিব আল হাসান

আওয়ামী লীগের সাবেক এমপি, বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে দুদক সাকিবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই করতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ একাধিক সংস্থার কাছে তথ্য চেয়েছিল।

গত জুনে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে সাকিবসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সেখানে প্রায় ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

নতুন নিয়োগ পাওয়া তদন্ত কর্মকর্তা এবার সেই মামলার পাশাপাশি অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং সম্পর্কিত অভিযোগগুলোও খতিয়ে দেখবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন