

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার তিতুমীর কলেজের মূল ফটকের সামনে, মহাখালীর আমতলী মোড় এবং মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির টাওয়ারের সামনে রাতেই পৃথক তিনটি নাশকতার ঘটনা ঘটেছে।
ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
রোববার (১৬ নভেম্বর) রাত আড়াইটা থেকে তিনটার আগ পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানান বনানী থানার উপ-পরিদর্শক আমজাদ শেখ।
তিনি বলেন, আমতলী মোড় ও তিতুমীর কলেজের সামনে প্রায় একই সময়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
বাসের স্টাফরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। কাউকেই আহত অবস্থায় পাওয়া যায়নি।
এর আগের সন্ধ্যা থেকেই রাজধানীর গাবতলী, মিরপুর, মহাখালী, মতিঝিলসহ আরও কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
রায়কে কেন্দ্র করে যেন অস্থিরতা তৈরি না হয়—সে কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নজরদারি করছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে, সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ বহু এলাকায় রাতেই কঠোর তল্লাশি অভিযান চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবিও মাঠে রয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে রবিবার থেকেই সীমান্তরক্ষী বাহিনীর টহল চলছে।
আজ চব্বিশে জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা হবে।
বাংলাদেশ টেলিভিশন রায় সরাসরি সম্প্রচার করবে। সেই রায়কে কেন্দ্র করে যেকোনো অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে রাজধানীসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন
