মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাবা মারা যাওয়ার ৯ দিনের মাথায় নিখোঁজ ছেলে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম
মো. আজাদ মিয়া (২০)
expand
মো. আজাদ মিয়া (২০)

রাজধানীর আফতাবনগর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন মো. আজাদ মিয়া (২০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক। গত ২৬ সেপ্টেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজাদের বয়স ২০ বছর হলেও তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না। নিজের নাম ও বাবার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারেন না। বাবার নাম আলমগীর হোসেন, গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনার ধোলাই নবাবপুরে।

আজাদের চাচা দুলাল মিয়া ঢাকায় মুদি দোকান ব্যবসায়ী। তিনি জানান, “বাবা মারা যাওয়ার পর আজাদকে ঢাকায় নিয়ে আসি কিছু কাজ শেখানোর জন্য। গত শুক্রবার দোকানের সামনে রেখে বাইরে গেলে ফিরে এসে দেখি সে আর নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। ধারণা করছি, হয়তো কুমিল্লার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করতে গিয়ে হারিয়ে গেছে।”

এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবারের তথ্য অনুযায়ী, আজাদ চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তবে তার অন্য তিন ভাইও বুদ্ধি প্রতিবন্ধী। বর্তমানে তাদের মা চান্দিনার নিজ বাড়িতে আছেন।

কেউ আজাদের সন্ধান পেলে তার চাচা দুলাল মিয়ার মোবাইল নম্বরে (০১৬৩৮২২৬৩৭৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X