শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের প্রীতিভোজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম
পূর্বাচলে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শীতকালীন মিলনমেলা
expand
পূর্বাচলে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শীতকালীন মিলনমেলা

রাজধানীর অদূরে পূর্বাচলের রিক্সা ক্যাফেতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শহরের যান্ত্রিক ব্যস্ততা ভুলে খোলামেলা পরিবেশে সময় কাটাতে রাত ৮টা থেকেই বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটররা রিক্সা ক্যাফে প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। রাত ৯টা নাগাদ পুরো প্রাঙ্গণ সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়।

প্রীতিভোজের আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সুজন শর্মা বলেন, ‘সদস্যদের এই অভূতপূর্ব অংশগ্রহণ আমাদের প্রাথমিক ধারণাকে ভুল প্রমাণ করেছে। তাদের এই স্বতঃস্ফূর্ততা আগামী দিনে বড় পরিসরে কাজ করার এবং সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পথকে আরও সুদৃঢ় করবে।’

সংগঠনটির আরেক প্রতিষ্ঠাতা সদস্য রাফিদ বিল্লাহ বলেন, ‘সংগঠনটির কার্যক্রম তিন বছর অতিক্রম করেছে। অচিরেই আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি।’

এ সময় তিনি সব সদস্যকে আসন্ন আত্মপ্রকাশ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সদস্য শাহরিয়ার হৃদয় জানান, খুব শিগগিরই সংগঠনের সব সদস্যের মেম্বারশিপ তালিকাভূক্তিসহ একটি পূর্ণাঙ্গ পোর্টফোলিও ওয়েবসাইট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনপিবি নিউজ এর, চিফ এক্সিকিউটিভ ভিডিও এডিটর জাহিদ হাসান লিমন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র ভিডিও এডিটর নাজমুল হোসেন নয়ন, কালের কন্ঠের সিনিয়র ভিডিও এডিটর আব্দুর রহিম এবং বিভিন্ন গণমাধ্যমের ভিডিও এডিটরা।

আলোচনায় সংগঠনের অন্যান্য সদস্যরাও বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, পেশাগত চরম ব্যস্ততার মাঝেও এমন আয়োজন তাদের মানসিক প্রশান্তি দিয়েছে।

একই সঙ্গে দীর্ঘদিনের সহকর্মীদের এক ছাদের নিচে পেয়ে পেশাগত ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X