

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে সড়কে চলাচলে ভোগান্তি দেখা দেয়। তাই দিনের শুরুতেই কোথায় কী আয়োজন রয়েছে, তা জানা থাকলে চলাচল কিছুটা সহজ হতে পারে। চলুন দেখে নেওয়া যাক শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিতব্য উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি।
আজ বেলা ১১টায় শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের উদ্যোগে দোয়া ও ফাতিহা পাঠের আয়োজন করা হয়েছে। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের।
একই সময়, গুলশান-২ এলাকায় সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত থাকবেন।
এদিকে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও সংগ্রামকে স্মরণ করে একটি ‘নাগরিক শোক সভা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন নির্বাচন ঘিরে সমঝোতা ও দলীয় অবস্থান নিয়ে একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে।
একই সময়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের গুরুত্ব, রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণের দাবি এবং সংগঠনটির ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরা হবে।
মন্তব্য করুন

