

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জরুরি পাইপলাইন সংস্কার কাজের কারণে আজ শুক্রবার (২ জানুয়ারি) ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহে চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস পর্যন্ত গ্যাস পরিবহন লাইনের একটি অংশ মানিকদিয়া এলাকায় উন্মুক্ত হয়ে পড়েছে। প্রায় ৫৮০ ফুট পাইপলাইনের ওই অংশ দ্রুত পুনর্বাসনের প্রয়োজন হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগে সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মন্তব্য করুন

