

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর গুলশান-২ নম্বরে আইল্যান্ডে ধাক্কা দেওয়া একটি প্রাইভেটকার থেকে ২২২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় গাড়ির চালক পালিয়ে গেলেও উদ্ধারকৃত মদ ও গাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে গুলশান-২ নম্বরে এ ঘটনা ঘটে।
গুলশান এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আল হেলাল বলেন, 'আমি ট্রাফিক সিগন্যালে দায়িত্বে ছিলাম। কিছুক্ষণ পর কালো রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ ১১-৬৫৭৫) এসে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে গাড়ির চাকা ক্ষতিগ্রস্ত হয়। আমি গাড়ির কাছে গেলে চালক পালিয়ে যায়। পরে গাড়ি থেকে তীব্র গন্ধ পাই। সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ২২২ বোতল বিদেশি মদ উদ্ধার করি। এরপর গুলশান থানা পুলিশকে খবর দিলে তারা এসে মদ ও গাড়ি গ্রহণ করে।'
এ বিষয়ে গুলশান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আকরাম খান জানান, 'গুলশান থেকে জব্দ হওয়া মদ থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় মামলা হয়েছে কি না, সে বিষয়ে আমি বিস্তারিত জানি না।'
মন্তব্য করুন