বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে চলাচলে আজ মানতে হবে যেসব নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম
ডিএমপি
expand
ডিএমপি

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে জনশৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলকারীদের জন্যও বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আগত ব্যক্তিদের কোনো ধরনের ব্যাগ, লাঠি বা সন্দেহজনক সামগ্রী বহন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে কোনো যানবাহন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানায়, অভ্যর্থনাকারীরা কোনো অবস্থাতেই মোটরসাইকেল নিয়ে গুলশান ও বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান করতে পারবেন না। জনসমাগমের মধ্য দিয়ে মোটরসাইকেল চালানোও নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম সংশ্লিষ্ট যান—এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে বলা হয়েছে, বিমানবন্দরে প্রবেশের সময় অবশ্যই এয়ার টিকিট সঙ্গে রাখতে হবে এবং যাত্রীর সঙ্গে কোনো সহযোগী থাকা যাবে না। পাশাপাশি নতুন বাজার থেকে গুলশান-২ এবং গুলশান-২ থেকে নতুন বাজারগামী সড়ক এড়িয়ে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে পুলিশ।

অভ্যর্থনা জানাতে আগত নেতাকর্মীদের যানবাহন পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছে ডিএমপি। নির্দেশনা অনুযায়ী— টঙ্গী জয়দেবপুর রোড হয়ে আগত গাড়িগুলো টঙ্গীর বিশ্ব এজতেমা মাঠে, সিলেট ও চট্টগ্রাম থেকে কাঞ্চনব্রীজ পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আগত গাড়িগুলো নীলা মার্কেট, পূর্বাচল/বাণিজ্য মেলা মাঠ, আমিন বাজার গাবতলী হয়ে আগত গাড়িগুলো উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি বাজার, বাবু বাজার ও বসিলা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, মাওয়া রোড/বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো মতিঝিল বাণিজ্যিক এলাকায় পার্কিং করতে হবে।

ডিএমপি জানিয়েছে, এসব যানবাহন ডাইভারশন ও ট্রাফিক ব্যবস্থা আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টা থেকে কার্যকর থাকবে।

রাজধানীতে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X