শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আজকের কর্মসূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
expand
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

প্রতিদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচি থাকায় সড়কে চলাচলে ভোগান্তির আশঙ্কা রয়েছে। তাই ঘর থেকে বের হওয়ার আগে কোথায় কী আয়োজন আছে, তা জেনে নেওয়া জরুরি।

আজ দুপুর ২টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে ব্যাগ কিংবা ভারী কোনো সামগ্রী সঙ্গে না আনতে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

অন্যদিকে, সকাল ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ।

ওসমানী হাদী হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল ১১টায় শোক র‍্যালির আয়োজন করেছে গণঅধিকার পরিষদ। র‍্যালিটি শুরু হবে দলের কেন্দ্রীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে। কর্মসূচিতে সংগঠনের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের উপস্থিত থাকার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X