

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা। রাতভর অবস্থানের পর শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সেখানেই ফজরের নামাজ আদায় করতে দেখা যায় তাদের। ভোরের দিকে শাহবাগ এলাকায় সরেজমিন উপস্থিতিতে দেখা যায়, আজানের সময় আন্দোলনকারীরা নিজেরাই মাইকে ফজরের আজান দেন। পরে শাহবাগ মোড়েই সারিবদ্ধভাবে নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে সকাল পর্যন্তও মোড়ে অবস্থান চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা।
এদিকে হাদির মৃত্যু ঘিরে চলমান ঘটনাপ্রবাহ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। স্ট্যাটাসে তিনি বলেন, কারও উসকানিতে বিভ্রান্ত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করা জরুরি।
ফারুকী আরও উল্লেখ করেন, শহীদ হাদির মৃত্যু-পরবর্তী আবেগকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এ ধরনের অপচেষ্টা থেকে দূরে থাকার জন্য সবার প্রতি তিনি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন

