

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর জেলার রাজনীতিতে আলোচিত দুই নেতা—চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী এবং শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন—গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আটক হয়েছেন।
ডিবি পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় চৌগাছার নিজ এলাকা থেকে মেহেদি মাসুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও ছিল বলে নিশ্চিত করেছেন যশোর ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্রের মহড়া দিয়ে রাজপথ দখল, আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন, ছাত্রলীগের কর্মীদের দিয়ে বিরোধী ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের হুমকি দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তিনি যশোর জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলারও আসামি। ‘অপারেশন ডেভিল হান্ট অভিযান-২’-এর অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে একই দিন বুধবার রাত ১২টার পর শহরের রায়পাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে আটক করে ডিবি পুলিশ। তিনি বেনাপোলের ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় আকুল হোসেন বেনাপোল ও শার্শা এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও আলোচনা রয়েছে।
উল্লেখ্য, এর আগেও আকুল হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন। ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের তিনটি দল মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে চার সহযোগীসহ আটক করে। ওই সময় তাদের কাছ থেকে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ৮টি গুলি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছিল।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক দুই নেতার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

