

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেট্রোরেল আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিট বন্ধ রাখা হবে।
এদিন বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই বাহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
ডিএমটিসিএল সূত্রে জানা যায়, আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাইপাস্ট মহড়া পরিচালনা করবে।
মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এ কারণে আগামীকাল বেলা ১১টা ৫০ মিনিট থেকে ৪০ মিনিটের জন্য মেট্রোরেল বন্ধ থাকবে।
এ বিষয়ে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নাজমুল ভূঁইয়া বলেন, আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে তিন বাহিনীর পৃথক প্যারাস্যুটিং অনুষ্ঠিত হবে। এ কারণে ৪০ মিনিট মেট্রোরেল বন্ধ রাখা হবে।
নাজমুল ভূঁইয়া বলেন, মেট্রোরেল বৈদ্যুতিক লাইনের মাধ্যমে চালিত হয়। প্যারাস্যুটিংয়ের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মেট্রোরেল ৪০ মিনিট বন্ধ থাকবে।
মন্তব্য করুন

