

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকায় প্রতিদিনই নানা আয়োজন ও রাজনৈতিক কর্মসূচির কারণে সড়কে বাড়তি চাপ দেখা যায়। তাই বাইরে বের হওয়ার আগে আজ কোথায় কী কর্মসূচি রয়েছে—তা জেনে নিলে চলাচলে সুবিধা হবে। বুধবার, ২৬ নভেম্বরের উল্লেখযোগ্য কিছু আয়োজন নিচে তুলে ধরা হলো।
বেলা ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন রয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখবেন।
একই সময়ে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকাল ৯টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫–এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সকালে ১০টায় রাজধানীতে বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া কার্যক্রম পর্যবেক্ষণ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সচিবালয়ে দুপুর পৌনে ১২টার দিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি মূল্যায়ন সভা শেষে স্বরাষ্ট্র ও কৃষিবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) গণমাধ্যমকে ব্রিফ করবেন।
বিকেল ৩টায় পূরবী সিনেমা হলের বিপরীতে বিএনপি ও ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হকের সমর্থনে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
