শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি পরিস্থিতিতে আইএমএফের সন্তোষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)
expand
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

রাজধানীতে আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রথম বৈঠকের পর এই মত প্রকাশ করা হয়। চলমান ঋণ কর্মসূচির শর্ত বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নের জন্য সংস্থাটির প্রতিনিধি দল ঢাকায় এসেছে।

ক্রিস পাপেজোরজিউর নেতৃত্বে মিশনটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময় তারা বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বিস্তারিত আলোচনা করবে।

বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকে আইএমএফ প্রতিনিধিরা দেশের রিজার্ভ পরিস্থিতি ও মূল্যস্ফীতির সাম্প্রতিক প্রবণতা নিয়ে আলোচনা করেন এবং বর্তমান অবস্থার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।

তার ভাষায়, “আইএমএফ দল জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী হয়েছে, যা একটি ইতিবাচক দিক। তারা এই অগ্রগতির প্রশংসা করেছে এবং কেন্দ্রীয় ব্যাংককে নীতিগত শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দিয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যাংক খাতের স্থিতিশীলতা ও চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। আলোচনায় তারল্য ব্যবস্থাপনা, ঝুঁকি-ভিত্তিক তত্ত্বাবধান, নির্দিষ্ট কিছু ব্যাংকের আমানত সীমাবদ্ধতা এবং একীভূত ব্যাংকগুলোর আর্থিক অবস্থার বিষয়গুলো গুরুত্ব পায়।

এর আগে আইএমএফ প্রতিনিধিরা অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে অর্থ বিভাগের ম্যাক্রোইকোনমিক ও বাজেট উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X