বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
expand
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

আন্তর্জাতিক স্বর্ণবাজারে দাম ছুঁয়েছে নতুন উচ্চতা। ইতিহাসে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৫০০ ডলারের সীমা অতিক্রম করেছে।

২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় ০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৯৩.৯৯ ডলার প্রতি আউন্সে। দিনের শুরুর দিকে এই দাম উঠেছিল রেকর্ড ৩,৫০৮.৫০ ডলার পর্যন্ত।

একই সময়ে ডিসেম্বরের ডেলিভারির জন্য মার্কিন ফিউচার মার্কেটে সোনার দর বেড়ে পৌঁছেছে ৩,৫৬৪.৪০ ডলারে, যা ১.৪ শতাংশ বৃদ্ধির সমান। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দুর্বলতা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে।

ক্যাপিটাল ডটকমের বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, “দুর্বল অর্থনৈতিক অবস্থা ও নীতিগত সুদের হার হ্রাসের প্রত্যাশা স্বর্ণের মূল্য বাড়াচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ফেডের স্বাধীনতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা, যা ডলারের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে।”

মার্কিন প্রশাসন ও ফেডের মধ্যে টানাপোড়েনও বাজারে প্রভাব ফেলছে। প্রেসিডেন্ট ট্রাম্প ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল ও কেন্দ্রীয় ব্যাংকের ব্যয়বহুল সংস্কার নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ফেড স্বাধীন থাকা উচিত, তবে তিনি ট্রাম্পের কিছু সমালোচনাকে সমর্থনও করেছেন।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মার্কিন ব্যক্তিগত খরচের মূল্যসূচক মাসিক ০.২ শতাংশ ও বার্ষিক ২.৬ শতাংশ বেড়েছে, যা বাজারের প্রত্যাশার সঙ্গে মিলে গেছে। সান ফ্রান্সিসকো ফেড ব্যাংকের সভাপতি মেরি ডেলিও শ্রমবাজারের ঝুঁকি বিবেচনা করে সুদের হার কমানোর পক্ষে মত দিয়েছেন।

সিএমই ফেডওয়াচ টুল ইঙ্গিত দিচ্ছে, চলতি মাসের শেষে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমাতে পারে — এর সম্ভাবনা প্রায় ৮৭ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, কম সুদের পরিবেশে স্বর্ণ সাধারণত শক্তিশালী পারফরম্যান্স দেখায়।

এখন বিনিয়োগকারীদের দৃষ্টি শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত হতে যাওয়া মার্কিন অ-খামার বেতনভুক্তির (নন-ফার্ম পেরোল) তথ্যের দিকে, যা ফেডের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে প্লাটিনামের দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৩৭৬.৯৫ ডলার, আর প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১,১১৮.১২ ডলার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন