রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছোট প্লটে কিভাবে স্মার্ট ডিজাইন করা যায় ? 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জনসংখ্যা বৃদ্ধি ও জমির উচ্চমূল্যের কারণে শহরাঞ্চলে ছোট প্লটে বাড়ি নির্মাণ এখন সময়ের বাস্তবতা। সীমিত জায়গার মধ্যেই আরাম, কার্যকারিতা ও নান্দনিকতা—এই তিনের সমন্বয় ঘটাতে প্রয়োজন স্মার্ট ডিজাইন। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা থাকলে ছোট প্লটেও বড় স্বাচ্ছন্দ্য সম্ভব। ছোট প্লটে ডিজাইনের ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন স্পষ্ট পরিকল্পনা। পরিবারের সদস্য সংখ্যা, দৈনন্দিন ব্যবহার, ভবিষ্যৎ প্রয়োজন—সবকিছু মাথায় রেখে ফ্লোর প্ল্যান তৈরি করতে হয়। অপ্রয়োজনীয় করিডর বা অতিরিক্ত দেয়াল পরিহার করে ওপেন লে-আউট রাখলে জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়।

মাল্টিফাংশনাল স্পেসের ব্যবহার

একটি কক্ষকে একাধিক কাজে ব্যবহার করাই স্মার্ট ডিজাইনের মূল চাবিকাঠি। যেমন—ড্রইংরুমের একটি অংশ পড়ার জায়গা বা হোম অফিস হিসেবে ব্যবহার করা, বেডের নিচে স্টোরেজ রাখা, ভাঁজ করা ডাইনিং টেবিল বা ওয়াল-মাউন্টেড আসবাব ব্যবহার করা। এতে জায়গা বাঁচে এবং ব্যবহারিক সুবিধা বাড়ে।

প্রাকৃতিক আলো ও বাতাসের সর্বোচ্চ ব্যবহার

ছোট ঘরকে বড় দেখানোর অন্যতম কৌশল হলো প্রাকৃতিক আলো। বড় জানালা, স্কাইলাইট বা ভেন্টিলেশন শ্যাফট ব্যবহার করলে দিনের বেলায় কৃত্রিম আলোর প্রয়োজন কমে। পাশাপাশি ক্রস-ভেন্টিলেশন নিশ্চিত করলে ঘর থাকে স্বাস্থ্যকর ও আরামদায়ক।

উল্লম্ব (ভার্টিক্যাল) ডিজাইনের গুরুত্ব

মেঝের জায়গা সীমিত হলে উল্লক্ষ্য ভাবে ভাবতে হবে। আলমারি, বুকশেলফ বা কিচেন ক্যাবিনেট ছাদ পর্যন্ত নিলে স্টোরেজ বাড়ে। ডুপ্লেক্স বা স্প্লিট-লেভেল ডিজাইন ছোট প্লটে অতিরিক্ত কার্যকর জায়গা তৈরি করতে সহায়তা করে।

রঙ ও ম্যাটেরিয়ালের সঠিক নির্বাচন

হালকা রঙ যেমন সাদা, অফ-হোয়াইট বা প্যাস্টেল শেড ছোট ঘরকে বড় ও উজ্জ্বল দেখায়। আয়না ও গ্লাস ব্যবহার করলে প্রতিফলনের মাধ্যমে জায়গার অনুভূতি বাড়ে। একই ধরনের ফ্লোরিং ব্যবহার করলে ভিজ্যুয়াল ধারাবাহিকতা তৈরি হয়, যা ঘরকে প্রশস্ত মনে করায়।

স্মার্ট স্টোরেজ সমাধান

ছোট প্লটে এলোমেলো জিনিসপত্র দ্রুত জায়গা ভরাট করে ফেলে। তাই বিল্ট-ইন স্টোরেজ, সিঁড়ির নিচে আলমারি, দেয়ালের খোপ বা লুকানো স্টোরেজ ব্যবহার করা জরুরি। এতে ঘর থাকে পরিপাটি ও কার্যকর।

প্রযুক্তির স্মার্ট ব্যবহার

স্মার্ট সুইচ, অটোমেটেড লাইটিং, সেন্সর-ভিত্তিক ভেন্টিলেশন বা সোলার প্যানেলের মতো প্রযুক্তি ছোট প্লটে শক্তি সাশ্রয় ও আধুনিক জীবনযাত্রা নিশ্চিত করে। পাশাপাশি কমপ্যাক্ট অ্যাপ্লায়েন্স ব্যবহার করলে জায়গা ও বিদ্যুৎ—দুটোই সাশ্রয় হয়।

তাই স্থপতিদের মতে, ছোট প্লটে স্মার্ট ডিজাইনের মূল লক্ষ্য হলো ‘কম জায়গায় বেশি সুবিধা’। সঠিক নকশা, মানসম্মত নির্মাণসামগ্রী ও বাস্তবধর্মী পরিকল্পনা থাকলে ছোট প্লটও হয়ে উঠতে পারে স্বপ্নের বাসস্থান।

ছোট প্লট কোনো সীমাবদ্ধতা নয়; বরং এটি সৃজনশীলতার সুযোগ। পরিকল্পিত স্মার্ট ডিজাইন প্রয়োগ করলে অল্প জায়গাতেই আধুনিক, আরামদায়ক ও টেকসই বাসস্থান গড়ে তোলা সম্ভব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X